ঐকতান  রবীন্দ্রনাথ ঠাকুর   বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি । দেশে দেশে কত-না নগর রাজধানী- মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত-না অজানা জীব, কত-না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন; মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারি এক কোণ । সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণবৃত্তান্তContinue Reading

রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী রবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮৬১ – ৭ই আগস্ট, ১৯৪১) ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, গীতিকার, নাট্যকার, দার্শনিক, সুরকার এবং চিত্রকর। তিনি ভারতীয় সংস্কৃতির এক কিংবদন্তি চরিত্র হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় হিসেবে ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। প্রাথমিক জীবন: রবীন্দ্রনাথ ঠাকুরContinue Reading